Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০২৩

পটভূমি ও ইতিহাস

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তারাধীন একটি ইনস্টিটিউট। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৬৪ সালের ২৯ ফেব্রুয়ারী তারিখে সিভিল ও মেকানিক্যাল টেকনোলজি দিয়ে ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউট যাত্রা শুরু করে। ১৯৭২ সালে পাওয়ার টেকনোলজি চালুর মাধ্যমে ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে রুপান্তরিত হয়। ১৯৭৮ সালে ইলেকট্রিক্যাল, ২০০২ সালে কম্পিউটার ও ২০০৬ সালে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি চালু করার মাধ্যমে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট বর্তমান রূপ ধারন করে। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি অনেক সুযোগ্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট।