Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২৪

সংক্ষিপ্ত পরিচিতি

 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচিতি

 

 
•প্রতিষ্ঠানের নাম: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট​
•উপজেলা: সদর
•জেলা: ফেনী
•প্রতিষ্ঠান কোড: 69015
•ইআইআইএন নম্বর: 133212
•ধরণ : সরকারি
•স্থাপিত: ২৯ ফেব্রুয়ারি, ১৯৬৪ খ্রিস্টাব্দ 
•অধিদপ্তর : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
•বোর্ড: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
•মন্ত্রণালয় : শিক্ষা মন্ত্রণালয় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
•শিক্ষাক্রম: ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)
•ইমেইল:  [email protected]
•ওয়েব সাইট: www.feni.polytech.gov.bd
•ফোন: ০২৩৩৪৪৭৪০৩০
•প্রতি বছর ভর্তির মোট আসন সংখ্যা: ১০০০ (১ম শিফট ৫০০ ও ২য় শিফট ৫০০)
•মোট ছাত্র-ছাত্রী সংখ্যা:  ৩২১৬ (ছাত্র ২৭৬৬ এবং ছাত্রী ৪৫০)
•মোট শিক্ষক পদ সংখ্যা: ১৮২
•৩য় শ্রেণী কর্মচারীর পদ সংখ্যা: ১২৭
•৪র্থ শ্রেণী কর্মচারীর পদ সংখ্যা: ৩২
•সর্বমোট শিক্ষক ও কর্মচারীর পদ সংখ্যা:  ৩৪১
•প্রশাসনিক ভবন: ০১টি দোতলা
•একাডেমিক ভবন: ০১টি তিন তলা
•ল্যাব ও ওয়ার্কশপ: ২৬টি
•ক্লাস রুম: ১৭টি
•জব প্লেসমেন্ট সেল: ১টি 
•লাইব্রেরী: ০১টি
•ছাত্রাবাস: ০২টি (২৪০ আসন)
•ছাত্রীনিবাস: ০১টি (২৪ আসন)
•অডিটোরিয়াম: ৬০০ আসন বিশিষ্ট
•অধ্যক্ষের বাংলো: ০১টি
•চিফ ইনস্ট্রাক্টর কোয়ার্টার: ০১টি (৪ ফ্ল্যাট)
•ইনস্ট্রাক্টর কোয়ার্টার: ০১টি (৮ ফ্ল্যাট)
•জুনিয়র ইনস্ট্রাক্টর কোয়ার্টার: ০১টি (৮ ফ্ল্যাট)
•ডরমেটরী: ০১টি (৫ কক্ষ)
•ব্যাচেলর শেড: ০১টি (৪ কক্ষ)
•রোভার স্কাউট ভবন: ০১টি
•পুকুর: ০১টি
•ক্যান্টিন: ০১টি
•মসজিদ: একটি শীতাতপ নিয়ন্ত্রিত
•খেলার মাঠ: ০১টি

টেকনোলজি / বিভাগ সমূহ :

•সিভিল
•ইলেকট্রিক্যাল
•মেকানিক্যাল
•পাওয়ার
•কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
•আর্কিটেকচার
•নন-টেক বিভাগ।

হোস্টেলঃ

•ছাত্রদের জন্য দুটি হোস্টেল রয়েছে-
•শাহীন হোস্টেল
•শাহাবুদ্দীন ছাত্রাবাস 
•ছাত্রীদের জন্য রয়েছে-০১ টি ছাত্রীনিবাস। 

 

ক্যাম্পাস:

একটি দোতলা প্রশাসনিক ভবন, একটি তিন তলা একাডেমিক ভবন, প্রায় ২০ টি ওয়ার্কশপ, তিনটি আবাসিক হল, একটি ৬০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, একটি পুকুর, একটি মসজিদ, একাধিক খেলার মাঠ, অধ্যক্ষের বাংলো, শিক্ষক ও কর্মচারীদের একাধিক আবাসিক ভবন সহ অসংখ্য ফলজ, বনজ ও ভেষজ গাছ-গাছালীতে পরিপূর্ণ নয়নাভিরাম দৃশ্যের সৌন্দর্যমন্ডিত একটি ক্যাম্পাস। বর্তমানে সুশৃঙ্খলভাবে দুইটি রোভার ও একটি গার্লস-ইন-রোভার স্কাউট ইউনিট এর কার্যক্রম চলছে।

 

ইনস্টিটিউটের অবস্থান :

ফেনী শহর হতে উত্তর-পূর্ব দিকে (সদর হাসপাতাল হতে আধা কিলোমিটার পূর্ব দিকে) পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উত্তর পার্শ্বে ফেনী পৌরসভাধীন ফলেশ্বর মৌজায় প্রতিষ্ঠানটি অবস্থিত। 

 

টেকনোলজি / বিভাগ সমূহ :

  • সিভিল
  • ইলেকট্রিক্যাল
  • মেকানিক্যাল
  • পাওয়ার
  • কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
  • আর্কিটেকচার
  • নন-টেক বিভাগ।

 

ইউনিফর্ম :

ছাত্রদের জন্য : আকাশী রংয়ের শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, আকাশী পাঞ্জাবী।

ছাত্রীদের জন্য : আকাশী রংয়ের জামা, কালো সেলোয়ার, কালো জুতা, আকাশী ওড়না, আকাশী বোরকা/আকাশী এ্যাপ্রোন ।

 

হোস্টেলঃ

ছাত্রদের জন্য দুটি হোস্টেল রয়েছে-

একাডেমিক কার্যক্রম :

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ৬টি টেকনোলজি চালু  রয়েছে। সময় উপযোগী ও দেশি-বিদেশি প্রযুক্তিগত চাহিদা বিবেচনা করে টেকনোলজি সমূহ নির্ধারিত হয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অধীনে ৪ বছর মেয়াদী ৮টি পর্বে ২টি শিফটে (১ম ও ২য় শিফট) টেকনোলজি সমূহ চালিত হয়। ফেনী  পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজির বিস্তারিত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো:

 

প্রথম শিফট

দ্বিতীয় শিফট

সিভিল, ১ম শিফট (গ্রুপ: A, B)

সিভিল,  ২য় শিফট (গ্রুপ: A, B )

ইলেকট্রিক্যাল, ১ম শিফট (গ্রুপ: A, B)

ইলেকট্রিক্যাল, ২য় শিফট (গ্রুপ : A, B) 

কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি,  ১ম শিফট (গ্রুপ: A, B ) 

কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি,  ২য় শিফট (গ্রুপ: A, B ) 

মেকানিক্যাল,  ১ম শিফট (গ্রুপ: A, B)

মেকানিক্যাল,  ২য় শিফট (গ্রুপ: A, B )

পাওয়ার,  ১ম শিফট  

পাওয়ার,  ২য় শিফট  

আর্কিটেকচার,  ১ম শিফট

আর্কিটেকচার,  ২য় শিফট

 

 

তথ্য প্রযুক্তির এ যুগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বলিষ্ঠ ভূমিকায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রচার প্রসার ও পরীক্ষা পদ্ধতির অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে। সর্বোপরি এই কারিগরি শিক্ষার ধারা সঠিকভাবে পরিচালিত হলে বাংলাদেশের বৃহৎ যুবসমাজ দক্ষ জন সম্পদে তথা মানব সম্পদে পরিণত হবে, গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্রতামুক্ত বৈষম্যহীন সমাজ, দেশ হবে সমৃদ্ধ।